পাকিস্তান ৩য় বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ হতে চলেছে

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান আগামী ৩ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্র ভাণ্ডারের অধিকারী দেশে পরিণত হবে। আগামী ৩ বছরে পরমাণু অস্ত্রের ভাণ্ডার বেড়ে অন্তত সাড়ে ৩০০ তে পৌঁছানোর কারণে বিশ্বে এ অবস্থানে পৌঁছাবে পাকিস্তান। পাকিস্তান দ্রুত নিজ পরমাণু বোমার ভাণ্ডার বাড়িয়ে চলেছে। ভারতের ভয়ে ভীত হওয়ার কারণে এভাবে পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে দেশটি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরমাণু বোমা মজুদের দিক থেকে ভারতকে অনেক ছাড়িয়ে গেছে পাকিস্তান। প্রতিবেদনের হিসাবে অনুযায়ী, পাকিস্তানের ভাণ্ডারে ১২০টি পরমাণু বোমা মজুদ রয়েছে। অন্যদিকে ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় ১০০টি পরমাণু বোমা। পাকিস্তান প্রতিবছর সবচে বেশি পরমাণু বোমা তৈরি করছে বলে এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া ব্যাপক পরিমাণে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ থাকায় আগামি কয়েক বছরে পাকিস্তানের পক্ষে কম ক্ষমতা সম্পন্ন পরমাণু বোমা দ্রুত তৈরির ক্রমবর্ধমান সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

Leave a comment