নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে তিন মাদরাসাছাত্রীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের তমিজউদ্দিন চকদার হাফেজিয়া মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন ছাত্রী আহত হয়েছে। নিহতরা হলো, শ্রীরামপুর গ্রামের আবদুর রহিমের মেয়ে সাদিয়া (১৪), দুর্গাপুর গ্রামের আলম হোসেনের মেয়ে নাদিয়া (১২) ও একই গ্রামের মিম (১৩)।

জানা গেছে, গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজারে ১০ বছর ধরে পরিচালিত হচ্ছে তমিজ উদ্দিন চকদার হাফেজিয়া মহিলা মাদরাসা। টিন শেটের দ্বিতলবিশিষ্ট মাদরাসার ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেন লাইনের তার গেছে। ওই তার ছিদ্র হয়ে টিনের সাথে লেগে মাদরাসাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিকেলে আছরের নামাজ পড়তে ছাত্রীরা মাদরাসার সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে সিঁড়ির লোহার রডে হাত দিলে বিদ্যুত্স্পৃষ্ট হয়। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১৬ ছাত্রী আহত হয়েছে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

 

Leave a comment