চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম স্মৃতি সিক্স-এ সাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৩য় সিরাজুল ইসলাম স্মৃতি সিক্স-এ সাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায়। চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী টাউন ক্লাব ফুটবলমাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন মরহুমের ছোট ছেলে চুয়াডাঙ্গা পৌর মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ১৬ দলের ওই টুর্নামেন্টে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বিভা রেস্টুরেন্ট ও মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদীয়মান নেতা মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

Leave a comment