মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রিয়ার হাঙ্গেরি সীমান্তে একটি লরিতে অর্ধশত অভিবাসন প্রত্যাশীর লাশের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তের একটি সড়কে দাঁড় করিয়ে রাখা লরিতে গতকাল বৃহস্পতিবার এ নির্মমতার খোঁজ মেলে। উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্ট অস্ট্রিয়ান কর্মকর্তারা বলেছেন, লাশের সংখ্যা ২০ থেকে সর্বোচ্চ ৫০টি হতে পারে। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা থেকে অর্ধশত লাশ উদ্ধারের একদিন পরই এ নির্মম ঘটনা প্রকাশ্যে আসলো। এমন সময় মর্মান্তিক এ খবর এলো যখন অভিবাসন সঙ্কট নিয়ে আলোচনার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলনে মিলিত হয়েছেন ইউরোপের নেতারা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, এ ধরনের হৃদয়স্পর্শী খবর আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এটা আমাদের মনে করিয়ে দিয়েছে, দ্রুতই এ সঙ্কট সামাল দিতে হবে। ইউরোপের সহমর্মিতার মনোভাব নিয়ে এর সমাধান করতে হবে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত ও সঙ্ঘাতপূর্ণ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। লাশগুলো তাদের বলেই ধারণা করা হচ্ছে।