আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত : মাদকসেবী মনিরুলের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী মনিরুলের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনিরুলের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে হাউসপুর এলাকা থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেয়া হয়।

জানা গেছে,আলমডাঙ্গার হাউসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল (২৮) দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন নেশার দ্রব্য সেবন করে আসছিলো। মনিরুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল সকালে থানা পুলিশের কাছে তার পিতা অভিযোগ করলে এসআই টিপু সুলতান মনিরুলকে ১০ পুরিয়া গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে মাদকসেবনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Leave a comment