লাইভ চলাকালে গুলিতে ২ সাংবাদিক নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাস্ট্রের ভার্জিনিয়ায় লাইভ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর গুলিতে দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহত রিপোর্টারের নাম অ্যালিসন পার্কার (২৪)ও ক্যামেরা পারসনের নাম অ্যাডাম ওয়্যার্ড (২৭)। তারা ডব্লউডিবিজে-৭ টিভি চ্যানেলে কর্মরত ছিলেন। এ চ্যানেলটি সিবিএস চ্যানেল এর লোকাল এফিলিয়েট হিসেবে কাজ করছে। হত্যার কোনো কারণ এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো কোনো মোটিভ খুঁজে পায়নি। অনুষ্ঠান চলাকালেই এ হত্যার ঘটনা ঘটে। যখন তারা এক ব্যাক্তির সাক্ষাৎকার নিচ্ছিলেন। স্টেশনের জেনারেল ম্যানেজার জেফরি মার্কস বলেন, অনুষ্ঠান চলাকালে আমরা হঠাত গুলির শব্দ পাই। এরপর ক্যামেরা ঘুরতে থাকে এবং মাটিতে পড়ে যায়। তিনি আরো জানান, সাংবাদিকদ্বয় পরস্পর ভালোবাসায় আবদ্ধ ছিলেন। হত্যার ঘটনা ঘটে একটি বৃহৎ শপিংমলে, যেটি স্মিথ মাউন্টেন লেকের ব্রিজওয়াটারে অবস্থিত।