বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন দাবিতে মেয়র বরাবর আবেদন করেছে চুয়াডাঙ্গা হরিজন ঐক্য পরিষদ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতাসহ বিভিন্ন নাগরিক সুবিধা প্রদানের দাবি জানিয়ে পৌর মেয়রের নিকট আবদেন করেছে। গতকাল বুধবার লিখিতভাবে এ দাবি পেশ করা হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জয়লাল বাশফোর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বাস। শহর ও নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, সরকারি-বেসরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্নকর্মী হিসেবে ক্লিনার, ঝাড়ুদার, সুইপার পদে বংশ পরস্পরায় কাজ করে আসছি। নাগরিক সভ্যতার শুরু থেকেই নগরের সূচিতা আনার পবিত্র দায়িত্ব আমরাই পালন করছি। আমরাই পৌরসভার প্রথম কর্মচারী। অথচ আমাদের বেঁচে থাকার নূন্যতম অধিকার ও নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পৌরসভা কর্তৃক যে বেতন পাই তা দিয়ে বর্তমানে ৭/৮ জন সদস্য বিশিষ্ট পরিবারের পক্ষে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। আমাদের কোনো উৎসব ভাতা দেয়া হয় না। মাতৃত্বকালীন ছুটিসহ অন্য কোনো ছুটি ভোগের অধিকার নেই। অবসরভাতা থেকে বঞ্চিত। সরকারের সেফটিনেট কর্মসূচিতে বিশেষ করে আমাদের বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, ভিজিএফ, ভিজিডিতে অন্তর্ভূক্ত করা হয়। আরও উল্লেখ থাকে যে, আমাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। পরিচ্ছন্নকর্মী নিয়োগে আমাদের অগ্রাধিকারের কথা থাকলেও অ-হরিজনদের নিয়োগ দেয়া হয়ে থাকে। সে কারণে আমরা বেকার হয়ে পড়ছি। সামাজিক প্রতিবন্ধকতা এবং নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা না থাকায় অন্য কোনো পেশায় যেতে পারছি না। এ সব দাবি তুলে ধরে গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৌর মেয়র বরাবর একটি আবেদন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।