জীবননগর সীমান্ত ইউনিয়নে কমিউনিটি পুলিশের সমাবেশ

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত ঘেঁষা এ ইউনিয়নে মাদক চোরাচালানীদের অবাধ বিচরণ রয়েছে। মাদকের আগ্রাসন থেকে যুব ও তরুণ সমাজকে বাঁচাতে হলে পুলিশ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়তে তুলতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। সকলের সম্মিলিত চেষ্টা ও সামাজিক সচেনতার মধ্যদিয়ে এদের প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন, মাদকের পাশাপাশি সীমান্তের নারী ও শিশু পাচার, বাল্যবিয়ে, ইভটিজিং বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সীমান্ত ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ। থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফুল কবির, এসআই রণজিৎ কুমার, এসআই শতদল মজুমদার প্রমুখ এ সময় সহযোগিতা করেন।

Leave a comment