জিন তাড়ানোর নামে নারীকে পিটিয়ে হত্যা : আটক ৭

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে জিন তাড়ানোর নামে ক্ষুদ্র নৃগোষ্ঠির এক নারীকে পদদলিত করে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ‘সাধুজন মেরী ভিয়ান্নী’ গির্জায় এ ঘটনা ঘটে। নিহত ফুলমনি (৬০) ওই পৌরসভার চুনিয়াপাড়ার মৃত ঝাদেম মার্ডির স্ত্রী। এদিকে ফুলমনিকে হত্যার অভিযোগে ওই গির্জার শিক্ষিকা বিলাসীসহ সাতজনকে পুলিশ আটক করেছে। অন্যরা হলেন- রতন মার্ডি (২৫), হিউবার্ড ববি মার্ডি (২০), ফাল্গুনী মুরমু (১৪), বর্ষা মার্ডি (১৩), সম্পা মার্ডি (১৪) ও পিয়াস হেমরম (২৫)। খবর পেয়ে রাজশাহী সদর সার্কেলের (এএসপি) আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে গির্জার ফাদার মাইকেল কোড়াইয়াকেও গ্রেফতার করা হবে।

Leave a comment