কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত : মাংসব্যবসায়ীর জরিমানা

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত মাংসব্যবসায়ী আনারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের ফকির আলীর ছেলে মাংসব্যবসায়ী আনারুল ইসলাম একই গ্রামের মহসিনের ছেলে মহিউদ্দিনের কাছ থেকে অসুস্থ একটি গরু ১৯ হাজার টাকায় কিনে এনে জবাই করে মাংস বিক্রি করছিলো। কসাই আনারুলকে ডেকে তার কাছে গরুটি বিক্রি করেন গরুমালিক মহিউদ্দিন। এ ঘটনাটি একব্যক্তি মোবাইলফোনে ছবি তুলে ইউএনও ফরিদুর রহমানকে দেখান। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুর রহমান গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে এসে হাতেনাতে কসাই আনারুলকে আটক করেন। মাংস জব্দ করে সেগুলো কেরাসিন তেল দিয়ে বিনষ্ট করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুর রহমান আনারুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেন।