জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর্যায়ে অপর ছাত্র তাছিন-নুপুরসহ একে একে ৯ জন জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে।