মহেশপুর শ্যামকুড় ও শ্রীনাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পৃথক পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর শ্যামকুড় ও শ্রীনাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পৃথক পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের শ্যামকুড় বিওপির মেন পিলার ৬০/১২১-আর এর নিকট শূন্য রেখা বরাবর উপজেলার শ্যামকুড় নদীরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পাতাকা বৈঠকে বিজিরি পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার রুস্তম আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পাখিউড়া কোম্পানি কমান্ডার হরিহর সিং। অপরদিকে সাড়ে ১০টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত শ্রীনাথপুর বিওপির মেন পিলার ৬১/১-এস এর নিকট শূন্য রেখা বরাবর উপজেলার হালদারপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. আব্দুল মতিন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর ক্যাম্প কমান্ডার এসআই বিজয় কমার সিংহ। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাঁটার বেড়া না কাটা, ভারত হতে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশুপাচার না হওয়া এবং অবৈধভাবে কোনো বাংলাদেশি-ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।

Leave a comment