স্টাফ রিপোর্টার: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। কোচিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল’র কথায় নেই সুর-ই ফুটে উঠলো। গত সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন অনূর্ধ্ব-১৯ দলে নিজ দায়িত্ব বুঝে নিতে। আর মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে সাক্ষাৎ করতে। সাক্ষাত শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বললেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যত তারকা তৈরির স্বপ্নের কথা। তবে তা অবশ্যই বাস্তবতার ভিত্তির ওপর দাঁড়িয়ে। বর্তমান দলে খুব বেশি পরিবর্তনও আনতে চান না তিনি। বরং সাফল্য পেতে দলের জন্য তিনি হতে চান হেল্পিং হ্যান্ড।
যুব দলের পরামর্শক হিসেবে বিসিবির সাথে ৪ মাসের চুক্তি করেছেন স্টুয়ার্ট ল। তিনভাগে শেষ হবে তার চুক্তির মেয়াদ। ২৪ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর প্রথম ৪ সপ্তাহ। অক্টোবর ২৬ থেকে নভেম্বর ২০; দ্বিতীয় ৪ সপ্তাহ। এরপর জানুয়ারির ৪ তারিখ থেকে বিশ্বকাপ শেষ পর্যন্ত ৮ সপ্তাহ জুনিয়র টাইগারদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি। এর আগেও বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন ল বলেছেন, আমি হারতে পছন্দ করি না। হারতে ঘৃণা করি। কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে শিরোপা জিততে পারলে তাই আমি খুশি হব। আমার নিজের ক্রিকেট ক্যারিয়ার থেকে আমি যেটা শিখেছি, একটা দল জিততে জিততে এক ধরনের আত্মতৃপ্তিতে চলে আসতে পারে। আমি ছেলেদের এটা বোঝানোর চেষ্টা করব। এটা একটা চলমান প্রক্রিয়া, কঠোর প্ররিশ্রম করেই যেতে হবে। সফল দলগুলি এটা করেছে সবসময়। তারা কখনই তৃপ্ত হয় না।