বার কাউন্সিল নির্বাচন আজ : চুয়াডাঙ্গা বারে ভোটার সংখ্যা ১৭৪

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি ভবনের দোতলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নীল প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি প্রার্থীদের জয়যুক্ত করার আশা প্রকাশ করেছে নেতৃবৃন্দ।

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দিতে ভোটারদের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট কপি অবশ্যই সাথে আনতে হবে। চুয়াডাঙ্গা বারে ভোটার সংখ্যা ১৭৪ জন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম জেলা ও দায়রা জজ হাজি মো. আব্দুর রহিম। জেলা ও দায়রা জজ আদালত ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল ঢাকায় পাঠানো হবে।

চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতা বারের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক বারের সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল। সভায় বক্তব্য রাখেন- বারের সিনিয়র সহসভাপতি মুনসুর উদ্দিন মোল্লা, সহসভাপতি সিরাজুল ইসলাম, বারের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সিনিয়র আইনজীবী আলী হোসেন, আকরাম হোসেন, মারুফ ছরোয়ার বাবু, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মঈনুল, আসাদুজ্জামান, আব্দুল খালেক, হানিফ উদ্দিন, নাজমুল হাসান লাভলু ও মানি খন্দকার।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক বারের সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল বলেন, সকল ভোটারদের নীল প্যানেলের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান। বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বাধীন প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- আব্দুল জামিল মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন, সানা উল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, বোরহান উদ্দিন, মহসিন মিয়া ও গ্রুপ এফ আসনে মো. ইসহাক।