আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরে এক নিম্নবর্ণের মহিলার সাথে রঙ্গলীলায় মত্তাবস্থায় প্রতিবেশীদের ধাওয়ায় পালিয়ে বাঁচলেন কামালপুর গ্রামের মাংস বিক্রেতা ভাদু। গতকাল সকালে এ ঘটনা ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধানরা মারধর করেছে ওই মহিলা ও তার স্বামীকে। এ ঘটনাকে কেন্দ্র করে টাকায় ম্যানেজ হওয়া একটি গোষ্ঠী অসামাজিক কাজে জড়িত মহিলাকে দিয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের থানাপাড়ার পলাশ দাসের স্ত্রী লক্ষ্মী রাণীর বাড়িতে প্রায় অসামাজিক কর্মকাণ্ড চলে। বাড়িতে স্বামীর অবর্তমানে বিভিন্ন পুরুষের আনাগোনা চলে। সম্প্রতি প্রতিবেশীরা নিষেধ করলেও তাতে কোনো কাজ হয়নি। বেশ কিছুদিন থেকে কামালপুর গ্রামের শফিকুলের ছেলে মাংসব্যবসায়ী ভাদু ওই মহিলার কাছে যাওয়া আসা করতো। গতকাল ভাদু লক্ষ্মীর ঘরে ঢুকে রঙ্গলীলায় মত্ত হলে প্রতিবেশীরা তাদের আটক করে। এর এক পর্যায়ে সুযোগ বুঝে ভাদু ভোঁদৌড় দেন। এদিকে, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মতলববাজ গোষ্ঠী অভিযুক্ত লক্ষ্মী রাণীকে দিয়ে আলমডাঙ্গা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে।