যে কোন ভেঙ্গেপড়ে ঘটতে পারে র্দূঘটনা
ভ্রাম্যমাণ প্রতিনিধি: ১৯০২ সালে স্থাপিত দামুড়হুদার কোমরপুর গ্রামে শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের মুখে পড়ে হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
সরেজমিনে দেখা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২৬নং কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দু পাশে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে পড়েছে দুটি শ্রেণিকক্ষ। গ্রামবাসী অভিযোগ করে বলেছে, দীর্ঘ দিন ধরে স্কুলের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করলেও দেখার কেউ নেই। দুর্ঘটনা এড়াতে বিষয়টির প্রতি নজর দেয়ার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানের সুদৃষ্টি কামনা করেছে গ্রামবাসী।