জীবননগরে জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

জীবননগর ব্যুরো: ৪৪তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।

উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম ও বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম।

ক্রীড়া প্রতিযোগিতায় বালক বিভাগে ফুটবলে চ্যাম্পিয়ন হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়, রানারআপ উথলী মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবলে চ্যাম্পিয়ন জীবননগর আলিম মাদরাসা ও রানারআপ করতোয়া মাধ্যমিক বিদ্যালয়, কাবাডিতে জীবননগর আলিম মাদরাসা ও রানারআপ শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের দলপতির হাতে এবং বালিকা পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়ন জীবননগর বালিকা বিদ্যালয়, রানারআপ আন্দুলবাড়িয়া বালিকা বিদ্যালয়, কাবাডিতে চ্যাম্পিয়ন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানারআপ জীবননগর বালিকা বিদ্যালয় ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও রানার আপ জীবননগর বালিকা বিদ্যালয়ের দলপতির হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য ইভেন্টে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Leave a comment