জাপানে নিপ্পন স্টিল কারখানায় আগুন

 

মাথাভাঙ্গা মনিটর: জাপানের রাজধানী টোকিওর দক্ষিণে কাওয়াসাকি শহরে নিপ্পন ইস্পাত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন, নিপ্পন ইস্পাতের মালিকানাধীন কারখানাটিতে দুই মিটার লম্বা একটি কুলিং টাউয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। হানেদা বিমানবন্দর টোকিওর কেন্দ্রস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দরের পরেই কাওয়াসাকি শহর।

বিমানবন্দরের যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি আপলোড করেছেন তাতে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। ট্যুইটারে এক জন যাত্রী জাপানি ভাষায় লিখেছেন, হানেদা বিমানবন্দরের একটি গেট দিয়ে আমি বিমানের দিকে যাওয়ার সময় খেয়াল করলাম অনেক লোক জানালা দিয়ে কী যেন দেখছেন, সেখানে গিয়ে তাকাতেই বিরাট অগ্নিকাণ্ডটি দেখতে পেলাম। আমাদের বিমান ছাড়তে ১৫-২০ মিনিট দেরি হলো। দেরির কারণ হিসেবে পাইলট জানালেন, দেরির একটি কারণ আগুন। ইস্পাত কারখানাটির আগুন ছড়িয়ে পড়ে পাশের ভোগ্যপণ্য উত্পাদনকারী কোম্পানির কারখানায়ও ছড়িয়ে পড়ে। এই কারখানাটির ৬শ কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে বিমানবন্দরের ওপর আগুনের কোনো প্রভাব পড়েনি বলে নিশ্চিত করেছে এনএইচকে।