চুয়াডাঙ্গায় শুধু ইসরা নয় আরও তিন প্রতিষ্ঠানে জরিমানা করা হয় ২৩ আগস্ট

 

স্টাফ রিপোর্টার: শুধু ইসরা ড্রিংকিং ওয়ার্টার কারখানায় নয় ২৩ আগস্ট আরও ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা কোর্টপাড়ার এ্যাকুয়া ফ্রেস ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। বিএসটিআইয়ের লাইসেন্স না করে পানি বোতলজাত ও বাজরজাত করার অপরাধে এ দণ্ড দেয়া হয় কারখানামালিককে। একই দিন দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে লাভলী চানাচুর নামক লেবেল ব্যবহার করে চানাচুর প্রস্তুত করার অপরাধে তাকে এ দণ্ড দেয়া হয়। একই পাড়ায় লিপি চানাচুর নামক লেবেল ব্যবহার করে চানাচুর তৈরির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। গত ২৫ আগস্ট দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত ইসরা ড্রিংকিং ওয়াটার কোম্পানির মালিককে জরিমানা শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আজমল হোসেন মিলন। তিনি বলেছেন, আমার বিএসটিআইয়ের লাইসেন্স আছে। কিন্তু সেটা নবায়ন করা হয়নি।

Leave a comment