স্টাফ রিপোর্টার: বিয়ের প্রলোভন দেখিয়ে দেহভোগ করে ফঁসকে গেছেন পরকীয়া প্রেমিক বাপ্পী। বিয়ের দাবিতে অনড় রয়েছেন প্রেমিকা ঘিন্না খাতুন। চুয়াডাঙ্গা পৌরকলেজপাড়ার বাপ্পী ও ঘিন্নার সম্পর্কের বিষয়টি এলাকাবাসীর অনেকেই জানে।
মৃত খোদা বক্স মণ্ডলের মেয়ে ঘিন্না খাতুন (৩৫) জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে একই পাড়ার টোটন হোসেনের ছেলে বাপ্পীর সাথে প্রেমসম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বাপ্পী বিয়ের আশ্বাস দিয়ে ঘিন্নার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। ঘিন্না অভিযোগ করে বলেন, মাস তিনেক আগে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি বাপ্পীকে জানালে সে ওষুধ কিনে খেতে বলে। এর কারণে ১০-১২ দিন আগে আমার গর্ভপাত ঘটে। এরপর থেকে বাপ্পীকে এলাকায় দেখে যাচ্ছে না বলে এলাকাবাসী জানায়। ঘিন্না খাতুন গতরাতে এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, বাপ্পী আমার সাথে প্রতারণা করেছে। সে বিয়ে না করলে তার বিরুদ্ধে মামলা করবো।