গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৪৪তম জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে ফুটবলের ফাইনাল খেলার মধ্যদিয়ে এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের খেলাধুলা শেষ হয়।
ফুটবলের ফাইনালে করমদী মাধ্যমিক বিদ্যালয় ও লুৎফুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন দর্শকরা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ১টি গোল করে এগিয়ে যায় করমদী। গোল পরিশোধে মরিয়া লুৎফুন্নেচ্ছ মাধ্যমিক বিদ্যালয় কয়েকটি আক্রমণ পণ্ড হয়। শেষের দিকে আরও ১টি গোল করে ২-০ গোলের জয় নিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় করমদী মাধ্যমিক বিদ্যালয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক বিশ্বাস। প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল, সাঁতার ও কাবাডির কয়েকটি ইভেন্টে ছেলে-মেয়েদের পৃথক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।