কর্মজীবী নারীদের জন্য প্রতি জেলায় হোস্টেল হচ্ছে

স্টাফ রিপোর্টার: কর্মজীবী নারীদের জন্য প্রতি জেলায় মহিলা হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়েও কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান। এসএনভি (নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) কর্তৃক বাস্তবায়িত ইনক্লোসিভ বিজনেস পাইলটস ইন দ্য গার্মেন্ট সেক্টর শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন প্রতিমন্ত্রী। এসএনভির বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পাউয়েল স্টিভেনস’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং বাংলাদেশে নেদারল্যান্ডস অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ারস মিজ মারটিন ভেন হগসট্রেটেন প্রমুখ বক্তব্য রাখেন।