উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এটিম মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় ও গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে অংশগ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, পৌর কাউন্সিলর আলী আজগার সাচ্চু, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ওসমান প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনি, ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইউসুফ আলী উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানউল্লাহ। পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক সিদ্দিকের উপস্থাপনায় উপজেলার সকল স্কুল-মাদরাসার প্রধান শিক্ষক ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন। খেলাটি নির্দিষ্ট সময়ের ১-১ গোলে সমতা হলে টাইবেকারে গড়াই প্লান্টি সটে ওসমানপুর গ্রাগপুর হাইস্কুল ৪ এবং গোকুলখালী হাইস্কুল ৩ গোল করেন। আশিক এর সটে বিজয় অর্জন করে ওসমানপুর প্রাগপুর হাইস্কুল। এছাড়াও কাবাডি খেলা প্রতিযোগিতায় ও কুমারী ইউনিয়ন হাইস্কুলকে পরাজিত করে। এদিকে ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের জয়লাভের প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মধু অভিনন্দন জানিয়েছেন।

Leave a comment