মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামে রাতের আঁধারে প্রেমিকার ঘরে ঢুকে ধরা পড়ে অবশেষে বিয়ের পিড়িতে বসতে হয়েছে প্রেমিককে। রাতেই গ্রামের মসজিদের ইমামকে দিয়ে শাদা কাগজে বিয়ে পড়ানো হয়।
জানা গেছে, গতপরশু রাত ১১টার দিকে আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের মৃত আলীর ছেলে অরিন (১৫) তার প্রেমিকা একই গ্রামের গঞ্জেরের স্কুলপড়ুয়া মেয়ে সোনিয়ার (১৩) বাড়িতে দেখা করতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুজন ঘরের মধ্যে অবস্থান করে। টের পেয়ে প্রতিবেশীরা তাদের দুজনকে ঘরে আটক করে তালাবন্দি করে রাখে। রাতেই গ্রামের মাতব্বর ডেকে সালিসের আয়োজন করা হয়। স্থানীয় কাজিরা বিয়ে পড়াতে অস্বীকার করলে গ্রামের মসজিদের ইমাম খেজুরতলা গ্রামের আনিচকে দিয়ে বিয়ে পড়ানো হয়। এলাকাবাসী জানায়, প্রেমিক জুটি অপ্রাপ্ত বয়স্ক। মসজিদের ইমাম কীভাবে শাদা কাগজে বিয়ে পড়ালেন।