মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার সাথে নিজেদের সামর্থ্যের ব্যবধান জেনেই কৌশল ঠিক করছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের আটকাতে রক্ষণাত্মক কৌশলে খেলার পরিকল্পনার কথা জানান নেদারল্যান্ডসের এ কোচ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে আগামী ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে আটকানোর কৌশল ঠিক করার কথা জানান ক্রুইফ।
প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের জন্য এটি হবে দারুণ সফর। প্রতিপক্ষও অনেক শক্তিশালী এবং তাদের দলে (অস্ট্রেলিয়া) ভালো খেলোয়াড় আছে। এ ম্যাচে আমাদের ৮৫ শতাংশ কৌশল হবে রক্ষণাত্মক।
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে ২৯ অগাস্ট মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। তবে ক্রুইফ নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারানো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচটি নিয়েই বেশি কথা বলেন।