ঝিনাইদহের শৈলকুপা বারইপাড়া গ্রামে অজ্ঞাত রোগ আতঙ্ক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে গতকাল সোমবার ১০ ঘন্টার ব্যবধানে অজ্ঞাত রোগে আপন দু ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলো বারইপাড়া গ্রামের গফুর মুন্সীর ছেলে অস্টম শ্রেণির ছাত্র মাসুম বিল্লাহ (১৩) ও তৃতীয় শ্রেণির ছাত্র রবিন (৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে মাসুম ও রবিন দু ভাই বাড়ির পাশের একটি খাল থেকে মাছ ধরে বাড়িতে ফেরে। এরপর গভীর রাতে বড় ভাই মাসুমের শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয় বলে ছোট ভাই রবিন তার বাবা-মাকে জানায়। এ সময় মাসুমের মুখ দিয়ে লালা ঝরতে থাকে। রাতেই দ্রুত শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মাসুমের দাফনের ব্যবস্থা চলাকালে হঠাত করে তার ছোট ভাই রবিনের শরীরেও একই সমস্যা দেখা দেয়। তারও মুখ দিয়ে লালা ঝরতে থাকে। এ সময় রবিনকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়ায় রেফার করেন। কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যেই রবিনও মৃত্যুবরণ করে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাওছার হামিদ জানান, ছেলে দুটি কি কারেণ মৃত্যুবরণ করেছে তা নির্নয় করা সম্ভব হয়নি। এদিকে মাত্র ১০ ঘন্টার ব্যবধানে দু ভাইয়ের অজ্ঞাত রোগে মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দু ভাইয়ের মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।