মাথাভাঙ্গা মনিটর: সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালের টিকিটটা আগেই হাতে পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। নিজেদের শেষ ম্যাচটা ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার লড়াই। সেই লড়াইয়ে জিতলো নেপালই। বাংলাদেশের যুবারা ১-০ গোলে এগিয়ে ছিলো। ১-১ গোলে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর অতিরিক্ত সময়ের গোলে হারে বাংলাদেশ।