মাথাভাঙ্গা মনিটর: স্প্যানিশ লা লিগার নতুন মরসুমের শুরুতেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এ নিয়ে পঞ্চমবারের মতো লিগে পেনাল্টি মিস করলেন আর্জেন্টিনার অধিনায়ক। গতকাল রোববার আথলেটিকো বিলবাওয়ের ডিফেন্ডার গোর্কা ইলোসতোন্দো সুয়ারেসকে ফাউল করলে পোনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি শট নেন মেসি। তার গড়ানো দুর্বল শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক গোর্কা মোরেনোর। এ নিয়ে লা লিগায় ৪৩টি পেনাল্টি শট নিলেন মেসি। এর মধ্যে ৩৮টিতেই লক্ষ্যভেদ করতে সক্ষম হন তিনি।