আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর যুব ক্লাব আয়োজিত ফুটবল লিগ পর্যায়ের ১ম পর্বের খেলায় গতকাল সোমবার বিকেল ৫টার দিকে যুগিন্দা একাদশ ও সিংহাটি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। সিংহাটি একাদশ ২-০ গোলে সিংহাটি একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে। উল্লেখ্য এলাকার ১৬টি দল এ খেলায় অংশগ্রহণ করছে। খেলাটি পরিচালনা করেন জহির আব্বাস।