মেহেরপুর খন্দকারপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টে ড্রাইভার একাদশ চ্যাম্পিয়ান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে খন্দকারপাড়ার হালিম মোল্লার ইটভাটা চত্বরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় খন্দকারপাড়া ড্রাইভার একাদশ জয়ী হয়েছে।

গত শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ড্রাইভার একাদশ টাই-ব্রেকারে ৫-৪ গোলে রাইপুর দীঘিরপাড়া জ্যাকি একাদশকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় তা টাইব্রেকারে গড়ায়। খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান। তাকে সহযোগিতা করেন আতিক ও শাকিল। খেলায় জ্যাকি দলের পক্ষে ঝন্টু একমাত্র গোলটি করেন। এছাড়া ড্রাইভার একাদশের বিপ্লব ম্যাব অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মীর আব্দুল বাকি, সদর থানা জামায়াত ইসলামির আমির রুহুল আমিন। বিপুল পরিমাণ দর্শক খেলাটি উপভোগ করেন।

Leave a comment