মুজিবনগরে ভৈরব নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

 

মুজিবনগর প্রতিনিধি: ভৈরব নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে কারেন্ট জালের মাধ্যমে মাছ ধরায় কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল। গতকাল সোমবার দুপুরের দিকে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে- দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত নফর আলীর ছেলে মুছা (৪৫)।

মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে মহাজনপুর ইউনিয়নাধীন গোপালপুর গ্রামের ভৈরব নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে কারেন্ট জালের মাধ্যমে মাছ ধরছে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল, কোমরপুর ক্যাম্পের এসআই সুশান্ত কুমার পাল সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাঁধ নির্মাণ উচ্ছেদ ও ৩০ মিটার কারেট জালসহ মুছাকে গ্রেফতার করেন। ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০’র ধারায় ৩ (৩) (আ) ও (ঙ) দোষী সাব্যস্ত করে মুছাকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।