মাথাভাঙ্গা মনিটর: ভারতের অন্ধ্র প্রদেশে গত রোববার রাতে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে এক আইনপ্রণেতাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। প্রতিবেদনে জানানো হয়, গত রোববার রাতে অনন্তপুর জেলার পেনুকোণ্ডা মণ্ডলের একটি লেভেল ক্রসিঙে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের যাত্রী, ট্রাকচালকসহ ছয়জন নিহত হন। নিহত যাত্রীদের মধ্যে কর্নাটকের বিধানসভার কংগ্রেস সদস্য ভেঙ্কটেশ নায়েক রয়েছেন। কর্মকর্তারা জানান, গ্রানাইট বোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি বেঙ্গালুরু-নানদেড় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর বেঙ্গালুরু-গুন্টাকাল রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।