চুয়াডাঙ্গা সদরউপজেলা আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
ইসলাম রকিব: চুয়াডাঙ্গা সদরউপজেলা ৪৪তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার তিনটি ইভেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। ফুটবল বালক বিভাগে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে চুয়াডাঙ্গা একাডেমিকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা ফুটবলে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১-০ গোলে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় বালক কাবাডি প্রতিযোগিতায় ৭৫-৬২ পয়েন্টে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালক হ্যান্ডবলে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, বালিকা হ্যান্ডবলে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বালিকা কাবাডিতে আলুকদিয়া রোমেলা মাধ্যমিক বলিকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. মতিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জ্বামান। প্রধান অতিথি বলেন, লেখাপড়ার একঘেয়েমিতা ও গণ্ডিবদ্ধ পড়ালেখার ছক পরিবর্তন করে শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলার যে আয়োজন করা হয়, তা তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে। যা শিক্ষার্থীদেরকে পড়ালেখায় আরো বেগবান করে তোলে এবং মাদক থেকে দূরে রাখে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, শিক্ষা অফিসের ট্রেনিং সুপারভাইজার সোহেল আহম্মেদ ও নাসির আহাদ জোয়ার্দ্দার।
এদিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদ সভাপতি সকল খেলোয়াড় কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে ফুটবল বালিকা বিভাগে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দেরকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. রহমান। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলাগুলো পরিচালনা করেন ইকতিয়ার আহম্মেদ, নাজমুল হক শান্তি, শহিদুল কদর জোয়ার্দ্দার, হাফিজুর রহমান ও আব্দুল মালেক।