টিপ্পনী:

 

খবর: (দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামে জিনের ভয় দেখিয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ)

 

কবিরাজের এইসা বুকের পাটা

হারামজাদা আচ্ছা বদের ধাড়ী

লোকের নাকি দু কান গেছে কাটা

বুকে আছে গলদ কাড়ি কাড়ি!

 

শেষ বয়সে দাদু খেলেন ধরা

বেজুত কাজের জন্যে আছেন জেলে

বেটা নাকি আস্ত ঘাটের মরা

নয় এলাকার, ভিন গেরামের ছেলে!

 

বেঁটে খাটো লোকটা খুবই শঠ
আহা সে এক ধূত-বদের বাসা

এবার শালার উল্টে গেলো ঘট

বন্ধ হলো মজার খেলা পাশা!

 

-আহাদ আলী মোল্লা