গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদ ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আয়োজনে গতকাল সোমবার সকালে ওই ইউপিতে বৃক্ষরোপণ প্রচারাভিযান শুরু হয়েছে। বৃক্ষরোপণ প্রচারাভিযান উপলক্ষে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি ৱ্যালি শুরু হয়। ৱ্যালিতে প্রধান অতিথি ছিলেন রাইপুর ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু। উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন, ভিটিআর আবদাল হক ও ইউপি মেম্বার শামীম রেজাসহ ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।