ইসরা ড্রিংকিং ওয়াটার মালিকের জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসরা ড্রিংকিং ওয়াটার লিমিটেডের বিএসটিআই লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির মালিক আজমুল হোসেন মিলনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৬ মাসের মধ্যে সকল কাগজপত্র, মেশিন, ল্যাবরেটরি তৈরি করার জন্য আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

গত রোববার ইসরা ড্রিংকিং লিমিটেডের ফ্যাক্টরি কোর্টপাড়ায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হাসান সানি। আদালত বিএসটিআই অ্যাক্ট ১৯৮৫ (সংশোধনী ২০০৩)’র ১৯ ও ২৪ ধারায় এ জরিমানা করেন। জরিমানার টাকার আজমুল হোসেন মিলন তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।