মুজিবনগর প্রতিনিধি: মাদক রাখা ও সেবনের অপরাধে চার মাদকসেবীর কারাদণ্ডাদেশ দিয়েছেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল। গতকাল রোববার দুপুরে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বুলবুল (৩৫), ইকাবউদ্দীন (৩৫), জহুরুল ইসলাম (২৫) ও দারিয়াপুর গ্রামের মাসুদ (২৮)।
মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, গত শনিবার মধ্যরাতে ইকাবউদ্দীন, জহুরুল ও বুলবুল মোনাখালী গ্রামে বুলবুলের বাড়িতে গাঁজাসেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই টিপু সুলতান ও এসআই সুলতান মাহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান ও তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, ১টি গাঁজা খাওয়ার কলকি, কাটার ও মদের খালি বোতল উদ্ধার করা হয়। একই রাতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাসুদ পার্শ্ববর্তী বিদ্যাধরপুর গ্রামের রাস্তার ওপর গাঁজা নিয়ে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই মতিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় মাসুদের কাছ থেকে ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইকাবউদ্দীন, জহুরুল ও মাসুদকে ছয় মাস করে এবং বুলবুলকে এক বছরের কারাদণ্ডাদেশের আদেশ দেন।