মহেশপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি পলায়ন : দু ঘণ্টা পর গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার জলিলপুর গ্রাম থেকে পুলিশের কাছ থেকে এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুনরায় তাকে গ্রেফতার করা হয়।

মহেশপুর থানা ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, জলিলপুর মাঠপাড়া থেকে হুমায়ুনের ছেলে কাজলকে (৩০) এএসআই দিলীপ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে পুনরায় তাকে গ্রেফতার করে। এ বিষয়ে ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, আসামি পালিয়ে গেলেও তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কাজল একজন সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Leave a comment