দর্শনা অফিস: কাতার চ্যারিটির অর্থায়নে নির্মিত চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের গাংপাড়া জামে মসজিদের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। গতকাল রোববার আছর নামাজের পর তিনি এ মসজিদের ফলক উন্মোচন করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুর রহমান মনজু, কাতার চ্যারিটি সংস্থার প্রতিনিধি ওমর আলী মেম্বার, মাওলানা আবু জার গিফফারি ও মসজিদের ইমাম হাফেজ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন লাল মোহাম্মদ।
অপরদিকে, কাতার চ্যারিটির অর্থায়নে নির্মিত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মহিলা হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। গত শনিবার বেলা সাড়ে ১১টায় তিনি এ ভবনের ফলক উন্মোচন করেন। এরপর দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুড়ুলগাছি মাঠপাড়া মসজিদের ইমাম মনিরুজ্জামান। বক্তব্য রাখেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, আতিয়ার রহমান হাবু, দর্শনা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা আবু জার গিফফারি, মহিলা হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা জোবায়দুর রহমান ও কাতার চ্যারিটি সংস্থার প্রতিনিধি ওমর আলী মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন চুয়াডাঙ্গা জেলা ইমাম সমিতির সভাপতি দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম। পরে দর্শনা কেন্দ্রীয় কবরস্থানে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন এবং বুইচিতলা গ্রামের নির্মিত সড়ক পরিদর্শন করেন মাহফুজুর রহমান মনজু।