দর্শনা অফিস: দর্শনায় রুগ্ন গরু জবাই করে বিপাকে পড়তে হয়েছে কসাই ফারুককে। দর্শনা আইসি পুলিশ জবাই করা রুগ্ন গরু মাটিতে পুতে ফেলে। দর্শনা রেল বাজারের মাংসব্যবসায়ী ফারুক গতপরশু শনিবার একটি রুগ্ন গরু দক্ষিণচাদপুরের রহম আলীর কাছ থেকে ২০ হাজার টাকায় কেনে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে কসাই খানায় নিয়ে জবাই করে ফারুক ও তার লোকজন। রুগ্ন গরু জবাইয়ের খবর দেয়া হয় পুলিশে। কসাইখানা ইজারাদার হাফিজ মল্লিকের সহযোগিতায় দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই শাহীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, কসাইখানার পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে যান। ঘটনাটি অবহতি করা হয় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে। উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের নির্দেশে জবাই করা রুগ্ন গরুতে কেরাসিন ঢেলে মাটিতে পুতে ফেলা হয়। অভিযোগ উঠেছে, পৌর কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে কসাইখানায় প্রায়ই রুগ্ন গরু জবাই করে লোভী শ্রেণির কয়েকজন কসাই। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত কসাইদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।