জীবননগর তারানিবাসে বখাটের ইভটিজিঙের শিকার স্কুলছাত্রী : থানায় মামলা

 

জীবননগর ব্যুরো: জীবননগর তারানিবাসের বখাটে উজ্জ্বল এক স্কুলছাত্রীকে ইভটিজিং করেই ক্ষান্ত হয়নি, প্রেমে সাড়া না দেয়ায় গত শনিবার বিকেলে সে ওই স্কুলছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার বখাটে উজ্জ্বলের বিরুদ্ধে থানায় ইভটিজিঙের অভিযোগ এনেছে। গত শনিবার ইভটিজিং ও শ্লীলতাহানির এ ঘটনা ঘটে।

অভিযোগসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার তারানিবাসের তরুণী ৭ম শ্রেণির ছাত্রী স্কুলে যাতায়াতসহ প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে একই গ্রামের ইউনূছ আলীর ছেলে উজ্জ্বল তাকে উত্ত্যক্ত করে থাকে। এ ঘটনা তার পরিবারকে জানানো হলেও উজ্জ্বলের পরিবার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বখাটে উজ্জ্বলের প্রস্তাবে ওই স্কুলছাত্রী সাড়া না দেয়ায় গত শনিবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সে তার ওপর হামলা করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর চাচা বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে ইভটিজিং আইনে মামলা দায়ের করেছেন।

Leave a comment