কোটচাঁদপুরে মাস হিস্টিরিয়ায় আক্রান্ত ৩৫ ছাত্রী

 

স্টাফ রিপোর্টার: গত শনিবার ও গতকাল রোববার ২য় দিনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কয়েকটি বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রী ‘মাস হিস্টিরিয়া’ রোগে আক্রান্ত হয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। আসাননগর কুল্লগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নদীয়া, স্মৃতি বিশ্বাস, ৭ম শ্রেণির ছাত্রী তানিয়া, হালিমা, পূর্ণিমা, ৮ম শ্রেণির ছাত্রী সুমি, ৯ম শ্রেণির ছাত্রী শারমিন। বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রুবিনা আক্তার, ১০ম শ্রেণির ছাত্রী সুলতানা ও তানজিনা। এছাড়াও আসাননগর কুল্লগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সালমা ও তামিমা খাতুন। বিষয়টি নিয়ে অবিভাবক মহল উদ্বিগ্ন। এ ঘটনার পর ওই সকল এলাকার বিদ্যালয়গুলো একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলার আসাননগর কুল্লগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর রহমান বলেন, শনিবার বিদ্যালয়ে ক্লাস শুরুর কিছুক্ষণ পর সপ্তম শ্রেণির এক ছাত্রীর হঠাৎ করে সারা শরীরে যন্ত্রণা শুরু হলে সে ছটফট করতে করতে বেঞ্চের ওপর শুয়ে পড়ে। অন্য ছাত্রীরা তাকে সেবা যত্ন করতে থাকলে তাদের মধ্যে থেকে একে একে ১৩ জন ছাত্রীর একই অবস্থার সৃষ্টি হয়। সাথে সাথে বিদ্যালয়ে ডাক্তার এনে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকি চারজন ছাত্রীকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া গতকাল রোববার বেলা ২টার দিকে আরো ১৫ জন মেয়ের একই অবস্থার সৃষ্টি হয়। তাদের সবাইকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উপজেলার বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা কোটচাঁদপুর বয়েজ হাইস্কুল মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে আরো ৩ ছাত্রী এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইতোমধ্যেই কয়েকজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডা. বনি আমিন জানান, এ রোগকে বলা হয় ‘মাস হিস্টিরিয়া’ তবে ভয়ের কোনো কারণ নেই। তিনি বলেন, বয়স অনুযায়ী এ রোগ ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পড়া মেয়েদের বেশি দেখা দেয়। এ সকল শ্রেণির প্রতিটি মেয়েদের শারীরিক, মানসিক ও নৈতিকতার আলোকে জ্ঞান দান করলেই এ রোগ থেকে অনেকাংশে প্রতিকার পাওয়া সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল অসুস্থ ছাত্রীদের দেখার জন্য হাসপাতাল পরিদর্শন করেন।