কুষ্টিয়ায় স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মাহমুদা খন্দকার মুক্তি (২৫) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে শহরের স্টেডিয়ামপাড়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুক্তি মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নিহত মুক্তি মিরপুর উপজেলার মশান গ্রামের খন্দকার আব্দুল হাইয়ের মেয়ে স্টেডিয়ামপাড়া এলাকার মিলন মাজহারের স্ত্রী।

মুক্তির চাচা আবু সাঈদ উকিল বলেন, মুক্তির স্বামীর সাথে কয়েক দিন ধরে কথা কাটাকাটি চলছিলো। এরই এক পর্যায়ে গতকাল রোববার সকালে আমরা খবর পাই মুক্তি মারা গেছে। আমরা এসে দেখি মুক্তির নিথর দেহ রুমের মেঝেতে পাড়ে আছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শহরের স্টেডিয়ামপাড়ার বাসা থেকে স্কুলশিক্ষক মুক্তির লাশ উদ্ধার করা হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।