ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গা গাংনীর সাহেবপুর গ্রামে আওয়ামী লীগ, যুবলীগের অফিসের বিলবোর্ড পুড়িয়ে ফেলাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতপরশু রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবুর ছবি সংবলিত বিলবোর্ডটি পুড়িয়ে দেয়া হয়। এ উপলক্ষে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী মোড়ের আওয়ামী লীগের অফিস থেকে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদসভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিদয় হোসেন ফারুক, প্রচার সম্পাদক মিলন হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা হযরত আলী, আরিফ হোসেন, ইমাদুল হক, নিজাম উদ্দিন, জিনারুল, বেল্টু, মহাবুল, ওয়াসিম, কুবাত আলী, কুতুব উদ্দিন, উজ্জ্বল প্রমুখ। বক্তারা বলেন, যারা শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বিলবোর্ড পুড়িয়ে দিতে পারে তারা গাংনী ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতি ধংসের প্রক্রিয়া করছে। শক্ত হাতে তাদেরকে প্রতিহত করতে হবে।