আলমডাঙ্গার আনন্দধাম-হাউসপুরে ফিল্মিস্টাইলে ছিনতাই

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আনন্দধাম-হাউসপুরের একটি তেলের দোকান থেকে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে আনন্দধাম-হাউসপুরের মেসার্স সাব্বির এন্টারপ্রাইজে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুরের দেলোয়ার রহমানের শহরের আনন্দধাম-হাউসপুর এলাকায় মের্সাস সাব্বির এন্টারপ্রাইজ নামে পেট্রোল-ডিজেলের ব্যবসা রয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে দেলোয়ার রহমানের ছেলে জুবায়ের গিয়ে দোকান খোলেন। ওই সময় হেলমেট পরা অজ্ঞাত দু ব্যক্তি মোটরসাইকেলে গিয়ে তার নিকট থেকে ১ লিটার পেট্রোল কেনে। পেট্রোলের দাম পরিশোধের জন্য দুজনই দোকানের অভ্যন্তরে প্রবেশ করে। তারা পেট্রোলের দাম হিসেবে দোকানিকে ১টি ১শ টাকার নোট দেয়। দোকানি জুবায়ের ক্যাশবাক্সের ড্রয়ার খুলে নোটটি রাখতে গেলে আকস্মিকভাবে অজ্ঞাত দু ব্যক্তির মধ্যে একজন পেছন দিক দিয়ে হাত দিয়ে তার মুখ ঠেসে ধরে। অন্যজন দ্রুত ড্রয়ার থেকে সমস্ত টাকা হাতিয়ে নেয়। এরপর খুব দ্রুত তারা দুজনে দোকান থেকে বেরিয়ে মোটরসাইকেলে পালিয়ে যেতে উদ্যত হলে দোকানি পেছন পেছন দৌঁড়ে তাদের মোটরসাইকেল টেনে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে দু ছিনতাইকারী উচ্চস্বরে বলতে থাকে কাল টাকা দিয়ে যাবো। বিষয়টি আশপাশের ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই দু ছিনতাইকারী পালিয়ে যায়। জুবায়ের জানিয়েছে, তার ড্রয়ারে ১২ হাজার টাকা ছিলো।