অ্যাড. আব্দুল ওহাবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক বারের সভাপতি প্রয়াত অ্যাড. আব্দুল ওহাব মল্লিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর দুটোর দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পলাশপাড়া জামে মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক।

দোয়া মাহফিলে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মুনসুর উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতা সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিম, আসম আব্দুর রউফ ও আসাদুজ্জামান আসাদ। এছাড়া বারের সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক পিপি শাহ আলম, মারুফ সারোয়ার বাবু, মজিবুল হক চৌধুরী মিন্টু, মকবুল হোসেন, আসাদুজ্জামান গণি সালাম ও মইনুদ্দিন মঈনুলসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।