মেহেরপুরে ইয়াবা ও হেরোইনসহ দু মাদকসেবী আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ শহরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদকসেবীকে আটক করেছে। গত শুক্রবার ভোরের দিকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ বলেছে, মেহেরপুর সদর থানার এসআই শাহাবুল ও এসআই রকিবুলের নেতৃত্বে শহরের নতুনপাড়ায় অভিযান চালিয়ে আমিরুলের ছেলে মিলনকে (৩৫) ১৫টি ইয়াবাসহ আটক করে থানায় নেয়। অপর দিকে মেহেরপুর ডিবি পুলিশের এসআই জালালউদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের গোরস্তানপাড়ায় অভিযান চালিয়ে দেড় গ্রাম হেরোইনসহ শফিকুলের ছেলে জুয়েলকে (৩৮) আটক করে।