কুড়ুলগাছি প্রতিনিধি: মুজিবনগর-দর্শনা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে অসংখ্য যাত্রীবাহী ও মালবাহী গাড়ি। বছরের পর বছর ধরে সংস্কার বা বদলানো হচ্ছে না জোড়াতালি দেয়া বেইলি ব্রিজ। এ ব্রিজ দিয়ে ধারণ ক্ষমতার অনেক বেশি ভারী যানবাহন চলছে অবাধে। এতে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এ বেইলি ব্রিজ যেন মারণফাঁদ। গলাইদড়ি বেইলি ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন শ শ গাড়ি চলাচল করছে। এছাড়া ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে ধসে পড়ছে। আবার জোড়াতালি দিয়ে এগুলো চালু করা হচ্ছে। কয়েক বছর আগে কয়েকটি দুর্ঘটনার পর ব্রিজের পাশে টাঙিয়ে দেয়া হয়- মালামালসহ ৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু কেউই মানছে না এ নিষেধাজ্ঞা। দিনের পর দিন ঝুঁকি বাড়লেও পাঁচ টনের বেশি মালামাল নিয়েই চলছে গাড়ি। ব্রিজ ভেঙে পড়লে মুজিবনগর-দর্শনাসহ সারাদেশের সাথে দূরপাল্লার গাড়ি বন্ধ হয়ে যাবে। ব্রিজের মাঝামাঝি ফাটলের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী।