স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার পূর্ণ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ডা. নাজমুল হককে আহ্বায়ক ও ডা. রবিউল ইসলামকে সদস্যসচিব করে গঠিত ১৯ সদস্যের কমিটি তিন মাসের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের যাবতীয় দায়িত্ব পালন করবে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার মেয়াদ ২০১৫ সালের ৪ এপ্রিল উত্তীর্ণ হয়েছে। গত ৩ জুলাই কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্মআহ্বায়ক ডা. সাইফুল ইসলাম, যুগ্মসদস্য ডা. আবুল কালাম আজাদ ও ডা. আব্দুল ওয়াহেদ স্বপন। এছাড়া সদস্যরা হলেন যথাক্রমে ডা. রওশন আমিন রতন, ডা. রাশেদ আহম্মেদ রণ্টু, ডা. রোকনুজ্জামান, ডা. ওয়াসিম আলী, ডা. মহসিন আলী, ডা. মহসিন আরা মায়া, ডা. মাসুম বিল্লাহ, ডা. জাহাঙ্গীর আলম, ডা. রাশেদুজ্জামান, ডা. বখতিয়ার হোসেন, ডা. মকলেসুর রহমান, ডা. আসহান হাবিব, ডা. আজিজুল হক, ডা. আনিসুর রহমান ও ডা. জামাল উদ্দীন।