ফরিদপুরে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা : আহত ১০

স্টাফ রিপোর্টার: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন। এর সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুরে বেলা পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ২টি বাস ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সংসদ সদস্য কেরামত আলী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাচ্ছিলেন। তার বহরে ২০টি গাড়ি ছিলো। পেছনের দিকে ত্রি-হুইলারের সাথে একটি গাড়ির ধাক্কা লাগলে ওই বহরের গাড়ির যাত্রী ও ত্রি-হুইলার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি ও সংর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়। শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাফিক পুলিশ তুহিন লস্কর জানান, সংসদ সদস্যের গাড়ি সামনে থাকায় তার কোনো সমস্যা হয়নি।